সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৫, ০৭:০৩ পিএম
‘সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে সৌন্দর্যবর্ধক চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে চারাগুলো রোপণ ও বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, উপজেলা এলজিইডি প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার নিয়ন্তা বর্মন, মৎস্য অফিসার বদিউজ্জামান, সমাজসেবা অফিসার মনসুর আহমেদ, মহিলা বিষয়ক অফিসার ফিরোজা আক্তার, পরিবার পরিকল্পনা অফিসার মোশাহেদ হাসান সীমান্ত, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার জাকিয়া জান্নাত বিথী, তথ্য অফিসার ইসরাত জাহান বিথী, উপজেলা ইন্সট্রাক্টর হেলেনা পারভীন ও প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. ওয়াসিম প্রমুখ।
উপজেলার ১৪৭টি প্রাথমিক বিদ্যালয়, ১১১টি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং ১০টি ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তরে জারুল, কৃষ্ণচূড়া ও সোনালু গাছের চারা বিতরণ করা হয়েছে।
ইএইচ