বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৫, ০৬:০৬ পিএম
টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল বাইতুন নূর মসজিদ (কাজী সড়ক) সড়কের সংস্কার কাজ শুরু করেছে পৌর প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দ্রুত নির্দেশনায় এ কাজ শুরু হয়।
জানা গেছে, গত দুই সপ্তাহের টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে পশ্চিম কধুরখীল ওয়ার্ডের বায়তুন নূর মসজিদ (কাজী সড়ক) সড়কটির বিভিন্ন স্থানে ফাটল ধরে ভেঙে যায়। এতে সড়কটি দুই ভাগে বিভক্ত হয়ে যান ও জন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন স্থানীয়রা। এ পরিস্থিতি গণমাধ্যমে প্রচারিত হলে এবং এলাকাবাসী সংস্কারের আবেদন জানালে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।
ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ পৌর প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা সংস্কারের জন্য জরুরি বরাদ্দের ব্যবস্থা করেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে সড়কটির সংস্কার কাজ শুরু হয়। পৌরসভার পক্ষে কাজের দায়িত্বে আছেন আবদুল মান্নান মনা ও আবদুল করিম।
আবদুল মান্নান মনা জানান, “ইউএনও মহোদয়ের নির্দেশনা এবং পৌর প্রশাসক মহোদয়ের দ্রুত বরাদ্দের ফলে সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।”
দ্রুত সংস্কার কাজ শুরু করায় স্থানীয়রা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বর্ষা মৌসুম শেষে টেন্ডারের মাধ্যমে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন।
ইএইচ