বিপুল মিয়া, জামালপুর
আগস্ট ২০, ২০২৫, ০৬:৫৬ পিএম
জামালপুরে ব্র্যাকের “অধিকার এখানে এখনই” প্রকল্পের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা “জামালপুর ইয়ুথ অর্গানাইজেশন-জয়” এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে ফৌজদারি মোড় থেকে শুরু হওয়া রেলীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তী আলোচনা সভায় জামালপুর ইয়ুথ অর্গানাইজেশন-জয়ের সভাপতি অলি ইসলাম ফাহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস।
সরকারি আশেক মাহমুদ কলেজের ইয়ুথ সমন্বয়কারী জিল্লুর রহমান শান্তর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মো. সাইফুল ইসলাম (সহ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুর), পলাশ কুমার ঘোষ (কর্মসূচি সমন্বয়কারী, ফিল্ড অপারেশন, সেলফ প্রকল্প, ব্র্যাক), আহমেদ ওমর ফারুক (ব্র্যাক জেলা সমন্বয়ক, জামালপুর), সাজ্জাদুজ্জামান চৌধুরী (জোনাল ম্যানেজার, ব্র্যাক), হাফিজা খানম (জেলা ব্যবস্থাপক, ব্র্যাক) প্রমুখ।
বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান এবং পলাশ কুমার ঘোষ।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়ুথদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং জামালপুর ইয়ুথ অর্গানাইজেশনকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। তিনি ফৌজদারি মোড় থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন এবং অভিযান তদারকির মাধ্যমে সম্পন্ন করেন। পরবর্তী সময়ে দপ্তরে ইয়ুথ অর্গানাইজেশনের নেতাদের সঙ্গে একান্তে আলোচনা করে সংগঠনের উন্নয়নে দিকনির্দেশনা ও সহায়তার প্রতিশ্রুতি দেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ফৌজদারি মোড়ের চারিপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয় এবং পৌরসভার নির্ধারিত স্থানে পরিবহনের মাধ্যমে ফেলা হয়। এই ক্যাম্পেইন এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ময়লা নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলবে।
ইএইচ