Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

মোবাইল ব্যাংকিং ‘রকেট’ সেবা ২০ ঘণ্টা বন্ধ

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৩:১৪ পিএম


মোবাইল ব্যাংকিং ‘রকেট’ সেবা ২০ ঘণ্টা বন্ধ

সিস্টেম আপগ্রেডেশনের কারণে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর সেবা ২০ ঘণ্টা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ‘রকেট’ এর সেবা নিতে পারবেন না গ্রাহকরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এক নোটিশে ডাচ-বাংলা ব্যাংক জানায়, মোবাইল ব্যাংকিংয়ের সিস্টেম আপগ্রেডেশনের কারণে ‘রকেট’ এর সঙ্গে সংশ্লিষ্ট সব সেবা আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।

ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশে প্রথম ২০১১ সালের ৩১ মার্চ মোবাইল ব্যাংকিং ডাচ-বাংলা ‘মোবাইল ব্যাংক’ চালু করে। যেটি বর্তমানে রকেট নামে পরিবর্তন করা হয়েছে।

ইএফ

Link copied!