Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪,

ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি আব্দুল মতিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৬, ২০২৪, ০৪:৪৫ পিএম


ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি আব্দুল মতিন
ছবি: সংগৃহিত

গত ৫ মার্চ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. আব্দুল মতিন। এর আগে তিনি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯৬ সালে সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশার সূচনা করেন।

পরবর্তীতে তিনি ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। দীর্ঘ ২৭ বছর ব্যাংকিং পেশায় তিনি ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং প্রাইম ব্যাংক-এর মতো স্বনামধন্য ব্যাংকে কর্মরত ছিলেন।

ব্যাংকিং পেশায় উৎকর্ষ সাধনে তিনি ঋণ ব্যবস্থাপনা ঝুঁকি বিষয়কসহ দেশে ও বিদেশে স্বল্প ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশলায় অংশ গ্রহণ করেন।

এছাড়াও, মতিন ব্যাংক খাতের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে ‘ক্রেডিট অপারেশনস এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন কমার্সিয়াল ব্যাংকস’ নামক একটি বই লিখেছেন।

এআরএস

Link copied!