ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫
Amar Sangbad

দেশজুড়ে রেমিটেন্স গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের সচেতনতামূলক আয়োজন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ৪, ২০২৫, ০৫:২৮ পিএম

দেশজুড়ে রেমিটেন্স গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের সচেতনতামূলক আয়োজন

দেশব্যাপী রেমিটেন্স গ্রাহকদের ব্যাংকিং ও বিনিয়োগ বিষয়ে সচেতনতা বাড়াতে একাধিক গ্রাহক-সম্পৃক্ততা সেশনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

সম্প্রতি সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, চাঁদপুর, সিলেট ও কুমিল্লার মতো রেমিটেন্স-নির্ভর জেলাগুলোতে এসব সেশন আয়োজন করা হয়। 

মূলত রেমিটেন্স গ্রহীতাদের বৈধ চ্যানেলে রেমিটেন্স গ্রহণ, অর্থ ব্যবস্থাপনা এবং ব্র্যাক ব্যাংকের প্রবাসী ব্যাংকিং সেবা সম্পর্কে অবহিত করতেই এ আয়োজন করা হয়।

‘উঠান বৈঠক’ এবং ব্রাঞ্চ-ভিত্তিক এই সেশনগুলোতে অংশ নেন বিদ্যমান ও সম্ভাব্য রেমিটেন্স গ্রাহকেরা। সেখানে অংশগ্রহণকারীদের কাছে তুলে ধরা হয় ব্র্যাক ব্যাংকের ‘প্রবাসী পরিবার’ ও ‘তারা প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টের বিভিন্ন সুযোগ-সুবিধা। এছাড়া হুন্ডির মতো অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে রেমিটেন্স না পাঠিয়ে বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহারের গুরুত্বও তুলে ধরা হয়।

এই ক্যাম্পেইনের মাধ্যমে বিপুলসংখ্যক গ্রাহকের আগ্রহ দেখা যায়, যার ফলে ব্যাংকিং চ্যানেলের বাইরে থাকা অনেকেই নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। অংশগ্রহণকারীরা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সেবা ও পণ্যের— যেমন ‘অ্যস্থা’ অ্যাপ, এসএমই ‘স্বাবলম্বী ঋণ’ এবং রেমিটেন্সভিত্তিক অন্যান্য সেবার প্রতি আগ্রহ প্রকাশ করেন।

ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ সম্পর্কে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল, সিএফএ বলেন, “আমাদের লক্ষ্য হলো রেমিটেন্স গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করা। এজন্য আমরা আমাদের সেবা এমনভাবে সাজিয়েছি, যা গ্রাহকদের বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহিত করবে এবং একই সঙ্গে অবৈধ চ্যানেলের ব্যবহার কমাতে সহায়তা করবে।”

এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে এবং একটি নিরাপদ, টেকসই রেমিটেন্স ইকোসিস্টেম গড়ে তুলতে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।

ইএইচ

Link copied!