ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

এস‌আই হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী 

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

জুন ২৯, ২০২২, ০৩:২৯ পিএম

এস‌আই হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী 

বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর (এসআই) ৩৯তম নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং ২৬ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছে ৷

মঙ্গলবার (২৮ জুন) পরীক্ষার চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্তদের তালিকা প্রকাশিত করে বাংলাদেশ পুলিশ ৷ সর্বশেষ তথ্যমতে, ৩৯তম এসআই নিয়োগ পরীক্ষা-২০২১ এ এসআই পদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৬ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এসআই পদে সুপারিশ প্রাপ্তদের মধ্যে, মার্কেটিং বিভাগের ৫ , অর্থনীতি বিভাগের ৩ , একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২ , লোক প্রশাসন বিভাগের ২ , ম্যানেজমেন্ট বিভাগের ৩ , সমাজবিজ্ঞান বিভাগের ৩, উদ্ভিদবিদ্যা বিভাগের ২, ইংরেজি বিভাগের ২, ভূতত্ত্ব ও খনিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, গনিত ও রসায়ন বিভাগের ১ জন করে মোট ২৬ জন পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

মার্কেটিং বিভাগের ০৫ জন হলেন, হৃদয়, রুহুল আমিন, রফিক, জাহিদুল ইসলাম জয় ও দেবশীষ বড়াই। অর্থনীতি বিভাগের ০৩ জন হলেন, মোর্শেদ রাজু, ফেরদাউস ইসলাম, ও শেখ খসরু, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ০২ জন হলেন, পবিত্র মন্ডল, মো. আতিক রহমান।

ম্যানেজমেন্ট বিভাগের ০৩ জন হলেন, রাজিউল আলম মল্লিক, দিপংকার বিশ্বাস ও শাহিনুল ইসলাম । সমাজবিজ্ঞান বিভাগের ০৩ জন হলেন, আব্দুর রহিম, সাইমুন আব্দুল্লাহ ও শাহাবুদ্দিন। 

উদ্ভিদবিজ্ঞান বিভাগের ০২ জন হলেন, আব্দুল্লাহ আল মামুন ও মিন্টু সরকার। ইংরেজি বিভাগের হলেন, অমিত্র পাল ও বাসু দেব। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের কবির আহম্মেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আতিকুর রহমান আতিক, গনিত বিভাগের গোবিন্দ হালদার ও রসায়ন বিভাগের রিমন ৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার ড. মো.বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বিষয়টি খুবই ইতিবিচক ৷ আমাদের বিশ্ববিদ্যালয়টি তুলনামূলক নতুন হলেও এখনকার শিক্ষার্থীরা দেশ বিদেশে সুনাম অর্জন করে চলেছে যেটা সত্যিই প্রশংসনীয় ৷ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবে ৷

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. মো. তারেক মাহমুদ আবির বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশকৃত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন নামকরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

ছাত্র-শিক্ষক সম্পর্ক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা, ও শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায় আজকের এই সফলতার মূলমন্ত্র। এভাবেই বরিশাল বিশ্ববিদ্যালয় সামনের দিনগুলোতে এগিয়ে যাক।

সদ্য সুপারিশপ্রাপ্ত উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ পুলিশ ৩৯তম এস আই সাব ক্যাডেট (নিরস্ত্র) পদের জন্য ধারাবাহিকভাবে অনলাইন স্ক্রিনিং, শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা, কম্পিউটার কম্পিটেন্সি, ভাইবা পরীক্ষাসহ সব চ্যালেঞ্জিং ধাপ অতিক্রম করে অবশেষে সুপারিশ প্রাপ্ত হলাম। 

এই দীর্ঘ পথ পাড়ি দিতে অনেক ত্যাগ স্বীকার করেছি। ফলাফল দেখে সব কষ্ট ভুলে গেছি। সারাজীবন দেশমাতৃকার সেবা করার জন্য এমন একটি মহান প্ল্যাটফর্ম পেয়ে আমি গর্বিত। আমার পিতা মাতা, শিক্ষক, শিক্ষার্থী, বন্ধু ও শুভানুধ্যায়ীসহ যারা আমাকে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
 

Link copied!