Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

গুচ্ছ পদ্ধতিতে ইবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

জুলাই ৩০, ২০২২, ০২:০০ পিএম


গুচ্ছ পদ্ধতিতে ইবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‍‍`এ‍‍` ইউনিট (বিজ্ঞান)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‍‍`সি‍‍` ইউনিটে মোট ৪৩৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। তিনি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) এইচ এম আলী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠানের মধ্যদিয়ে এবার দ্বিতীয় বারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে একযোগে শুরু হলো। আগামী ১৩ আগস্ট মানবিক ও ২০ আগস্ট বাণিজ্য বিভাগের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেএস 

Link copied!