Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে চলছে পাল্টাপাল্টি সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অক্টোবর ১, ২০২২, ০৬:৫৫ পিএম


চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে চলছে পাল্টাপাল্টি সমাবেশ

সরকারি ও বেসরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পাল্টাপাল্টি সমাবেশ করছে  চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম এবং বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামক দুটি সংগঠন।

শনিবার (১ অক্টোবর) বিকেলে উভয় সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ সংগঠনের ব্যানারে ৩৫ বছর করার দাবিতে সমাবেশ করছে‌।

তবে তাদের মধ্যে কোন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে নাই। দুই পক্ষের লোকজন শান্তিপূর্ণভাবে সমাবেশ করছে।

চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম এর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রী আশরাফী সরকার জুঁই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্রী তাসলিমা লিমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. রাসেল এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের পক্ষে মো. ইমতিয়াজ হোসেন, সোনিয়া, ইউসুফ জামিল প্রমুখ।

এক পর্যায়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা ৩৫ এর দাবিতে রাস্তায় শুয়ে পড়েন। উভয় পক্ষের লোকজন ৩৫ এর দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ৩৫ এর দাবি জানিয়েছেন উভয় পক্ষের লোকজন।

এসএম

Link copied!