ঢাবি প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২২, ০৮:০৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের ১৭৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় হল সভাপতি মোঃ সুমন খলিফা (ওয়ালীউল সুমন) এবং সাধারণ সম্পাদক লূৎফুর রহমানের সুপারিশক্রমে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এ কমিটিতে সহ-সভাপতি পদে ৪০ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১২ জন ও বাকি ১১১ জন বিভিন্ন সম্পাদক, উপ-সম্পাদক ও সহ-সম্পাদক এবং সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ২০২২ সালে সকল হল ইউনিটে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে আংশিক কমিটি প্রকাশ করেছিলো বাংলাদেশ ছাত্রলীগ। এর ঠিক দশ মাস পর এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো।
এর আগে সর্বশেষ, ২০১৭ সালের ১৭ নভেম্বর সকল হল শাখার পূর্ণাঙ্গ করা হয়েছিলো।
এআই