Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

ইবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের যাত্রা শুরু

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২৩, ০৯:১৮ পিএম


ইবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের যাত্রা শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ। এতে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহাকে সভাপতি এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এদিকে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদ, অধ্যাপক ড. শেখ মহা. রেজাউল করিম, অধ্যাপক ডঃ দেবাশীষ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ মাহবুব বিন শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ডঃ সঞ্জয় কুমার সরকার, দপ্তর সম্পাদক জয়শ্রী সেন, অর্থ সম্পাদক ড. সুতাপ কুমার ঘোষ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শিরিনা খাতুন বিথী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শামীমা নাসরিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডঃ শিবলি মো. ফতেহ আলী চৌধুরী, তরুণ প্রজন্ম বিষয়ক সম্পাদক মিথুন বৈরাগী।

যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাজেদুল হক, মানবাধিকার বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. আনিচুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ হোসেন জুয়েল, আইন বিষয়ক সম্পাদক বিলাসী সাহা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. ফিরোজ খান, প্রচার প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক রায়হান উদ্দিন ফকির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. রোজী আহমেদ।

এছাড়া অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সাদাত সহ ১৪ জনকে সদস্য হিসেবে মনোনিত করা হয়েছে।

কেএস 

Link copied!