Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

৫ দফা দাবিতে কুবি শিক্ষার্থীদের ব্যতিক্রমি শান্তি সমাবেশ

কুবি সংবাদদাতা:

কুবি সংবাদদাতা:

মার্চ ১৬, ২০২৩, ১০:৫৮ এএম


৫ দফা দাবিতে কুবি শিক্ষার্থীদের ব্যতিক্রমি শান্তি সমাবেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিন শিক্ষার্থীকে প্রকাশ্যে মারধরের ঘটনার ৮ দিন পার হলেও দোষীদের শাস্তি না হওয়ায় এবং প্রশাসন দাবী মেনে না নেওয়ায় মোমবাতি প্রজ্জ্বলন এবং শান্তি সমাবেশ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৫ মার্চ) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা, আহত শিক্ষার্থী এনায়েত উল্লাহ এবং মো. সালমান চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানপূর্বক নিরাপদ ক্যাম্পাস সুনিশ্চিত এবং হামলায় ইন্ধনদাতা হিসেবে বিশ্ববিদ্যায়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর অপসারণের দাবীতে এ কর্ম সূচী পালন করেন তারা।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমাম হোসাইন মাসুম বলেন, আমরা আজকে শান্তি সমাবেশ করেছি। আগামীকাল বিকালে ‍‍`কনসার্ট ফর জাস্টিস‍‍` নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ আন্দোলনের মুখপাত্র জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরাদের উপর অছাত্র এবং বহিরাগত হামলাকারীদের গ্রেফতার, বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা, আহত শিক্ষার্থী এনায়েত উল্লাহ এবং মো. সালমান চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানপূর্বক নিরাপদ ক্যাম্পাস সুনিশ্চিত, এবং হামলায় ইন্ধনদাতা হিসেবে বিশ্ববিদ্যায়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর অপসারণের দাবী জানান।

আরএস

 

Link copied!