ডিআইইউ প্রতিনিধি:
মে ১১, ২০২৫, ০৫:২২ পিএম
ডিআইইউ প্রতিনিধি:
মে ১১, ২০২৫, ০৫:২২ পিএম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সাংবাদিক সমিতির ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কালাম মুহাম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ ও সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম।
রোববার (১১ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের ২০৪ নম্বর কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশ নেন ডিআইইউসাসের সদস্যরা। ফলাফল ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান।
কমিটির অন্য পদে নির্বাচিত হয়েছেন— সহ-সভাপতি তানজিল কাজী (দৈনিক বাংলাদেশের খবর, পাবলিকিয়ান টুডে), যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার মাহমুদ (বুলেটিন বার্তা), সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হুসাইন (দৈনিক আমার সংবাদ), সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম (দ্যা ডেইলি ক্যাম্পাস, একুশে সংবাদ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফয়সাল আহমেদ (সময় জার্নাল), কোষাধ্যক্ষ মো. আল শাহারিয়া সুইট (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), কার্যনির্বাহী সদস্য—আবুল খায়ের (ক্যাম্পাস টাইমস), কায়েস শেখ (দৈনিক আমাদের মাতৃভূমি) এবং তোফায়েল আহম্মেদ (বাংলাদেশ টাইমস)।
প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, ‘ডিআইইউসাস সব সময় ইতিবাচক ভূমিকা রেখে এসেছে। আমি বিশ্বাস করি, নতুন নেতৃত্বের অধীনে এই সংগঠন আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।’
উল্লেখ্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি প্রতি বছর নতুন কমিটি গঠনের মাধ্যমে সংবাদমাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে কাজ করে থাকে।
বিআরইউ