Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মে ১৩, ২০২৫, ০১:২৩ পিএম


চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

কাপ্তাই কর্ণফুলি নদীতে ড্রেজিংয়ের জন্য বন্ধ হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল। নাব্যতা সংকটের ফলে রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য মঙ্গলবার  (১৩ মে) ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

আগামী ১৮ মে ভোর ৫টা পর্যন্ত এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

সোমবার (১২ মে) রাতে আরো জানান, কর্ণফুলি নদীতে নাব্যতা সংকটের ফলে ড্রেজিং কাজের জন্য ব্যস্ততম এই নৌ-পথে মঙ্গলবার (১৩ মে) ভোর ৬ টা হতে রবিবার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। আমরা সপ্তাহ খানেক আগে বিজ্ঞপ্তি আকারে চালক এবং যাত্রীদেরকে এই বিষয়ে অবহিত করেছিলাম।

এসময় তিনি বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া-পদুয়া-সুখবিলাশ সড়ক (কালিন্দী রাণী সড়ক)  ব্যবহার করতে সকলকে অনুরোধ জানিয়েছেন। 

এদিকে মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৮টায় চন্দ্রঘোনা ফেরি ঘাটে কথা হয় সওজ রাঙ্গামাটির উপ-বিভাগীয়  প্রকৌশলী (কারখানা বিভাগ) রনেল চাকমা এবং উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমার সাথে।

এসময় তাঁরা জানান, শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ফেরিতে উঠার পল্টুনের তলাটা চরের উপর আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিং এর কারণে মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা হতে রবিবার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে এরই মধ্যে যদি ড্রেজিং এর কাজ দ্রুত শেষ হয়, তাহলে এর আগে ফেরি চলাচল খুলে দেওয়া হবে। এসময় কথা হয় ফেরির চালক আমিনুল হক  এর সাথে। তিনি বলেন, ড্রেজিং এর কারণে ৬ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। 

উল্লেখ্য, রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী  ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।

বিআরইউ

Link copied!