Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৩, ০৪:৩৪ পিএম


সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহকালে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর সোয়া এক টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংশপ্তকের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশফার রহমান নবীন বলেন, ‘মীর মশাররফ হোসেন হল ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রদের মধ্যকার দ্বন্দের জের ধরে মীর মশাররফ হোসেন হল থেকে বটে অস্ত্র নিয়ে জড়ো হয়। সেখানে নিউজ করতে গেলে দ্য বাংলাদেশ টুডের জুবায়ের ও ডিবিসি নিউজের মামুন হামলার শিকার হন, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেখানে তাদের মারধর করা হয়, জামাকাপড় ছিড়ে ফেলা হয়। আজকে প্রশ্ন রাখার সময় এসেছে, ক্যাম্পাসে সন্ত্রাসীরা থাকবে না সাধারণ শিক্ষার্থীরা থাকবে। এই হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্যাম্পাসে পূর্বে একাধিক বার এরকম সাংবাদিক নিপীড়নের ঘটনা ঘটেছে। আজকে সাংবাদিক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা কেউ নিরাপদ নয়।’

নাটক ও নাট্যতত্ত বিভাগের শিক্ষার্থী কনোজ কান্তি রায় বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার্থী নামধারী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দেয়। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ক্যাম্পাস অছাত্র সন্ত্রাসী মুক্ত করছে না। ক্যাম্পাসের পরিস্থিতি শিক্ষার্থী বান্ধব পরিস্থিতি নয়, এটা সন্ত্রাসীদের জন্য সহায়ক পরিস্থিতি। প্রশাসন এখানে দুগ্ধবতী গাইয়ের মত বসে থাকে। প্রশাসন ছাত্রলীগের কাছে জিম্মি। তারা নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে থাকে। জিম্মি বন্দী অবস্থা থেকে ক্যাম্পাস প্রশাসনের মুক্তি চাই।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, ‘যে কোনো ঝামেলা সন্ত্রাস কর্মকান্ড হলেই দেখি বাংলাদেশ ছাত্রলীগের নাম। এখানে আমরা দেখি, কথা না শুনলে চড় দিয়ে কান ফাটিয়ে দেয়। ছাত্রলীগের অস্ত্রের মহড়ার ফুটেজ নিতে গেলে  হামলার স্বীকার হন সাংবাদিকেরা। এখানে কেউ নিরাপদ নয়। ছাত্রলীগের কাছ থেকে অস্ত্র নির্মূল করতে হবে। এটা প্রশাসনের দায়িত্ব নিয়ে করতে হবে।’

প্রসঙ্গত, রেস্টুরেন্টে বসা নিয়ে মারামারিকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গতকাল বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলার ভাসানী চত্ত¡রে মহড়া  দেয় শাখা ছাত্রলীগের মীর মশাররফ হোসেন হলের নেতাকর্মীরা। এসময় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিককে কয়েকজন ছাত্রলীগ কর্মী কর্তৃক লাঞ্ছিতের ঘটনা ঘটে।

আরএস

Link copied!