ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কলকাতার শিক্ষাবিদদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠক

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৮, ২০২৩, ০৪:২৭ পিএম

কলকাতার শিক্ষাবিদদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠক

ভারতের কলকাতার বিশিষ্ট শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। 

তিনি গত ৩ জুলাই ২০২৩ তারিখ বিশ্ব বাঙালির অভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আমন্ত্রণে ভারতের কলকাতায় গমন করেন। চার দিনের সফরে উপাচার্য দেশটির জেআইএস বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

পাশাপাশি কলকাতার সুশীল সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন। উপাচার্যের বৈঠকে বাংলাদেশ তথা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিশ্ববিদ্যালয়গুলো মধ্যকার আন্তঃসম্পর্ক উন্নয়ন, গবেষণা, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশিষ্টজনদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে উপাচার্য ড. মশিউর রহমান বলেন- বিজ্ঞান শিক্ষা, আইসিটি প্রশিক্ষণ ও অ্যাকাডেমিক কারিকুলামের মান বৃদ্ধির জন্য বাংলাদেশ এবং ভারতের শিক্ষক এবং শিক্ষার্থীদের বিনিময় অব্যাহত রাখা অপরিহার্য। এতে নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন হবে।’ প্রাচ্য অঞ্চলের নিজস্ব শিক্ষার যে দীক্ষা এবং শক্তিমত্ত্বা সেটি যেন আরও প্রবলভাবে চর্চা করা যায় সেটির বিষয়ে উপাচার্য গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এর মধ্য দিয়ে মূলত দীর্ঘ দিনে শুধু পাশ্চাত্য শিক্ষার উপর যে নির্ভরতা তৈরি হয়েছে, তার বাইরে দাঁড়িয়ে এই ভূ-অঞ্চলের নিজস্ব শক্তি, কৃষ্টি এবং সংস্কৃতির বিকাশ ঘটবে। আমাদের নিজেদের অস্তিত্বের কারণেই এটিকে আরও বেশি প্রসারিত করা দরকার বলে মনে করেন উপাচার্য।

উপাচার্য ড. মশিউর রহমানের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর পবিত্র সরকার, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সাবেক উপাচার্য প্রফেসর অশোক রঞ্জন, নেতাজী ওপেন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর মানিমালা দাস, প্রফেসর শোভনলাল দত্ত গুপ্তা, প্রফেসর সামাত, প্রফেসর সুশান্ত চক্রবর্তী, ইন্ডিয়া ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক সুশান্ত চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শঙ্খ চৌধুরী, গৌতম বসু, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস প্রমুখ।

চারদিন সফর শেষে উপাচার্য ৬ জুলাই দেশে ফেরেন। উল্লেখ্য, শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ২০২২ সালের ৫ মার্চ। এরই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

এইচআর

Link copied!