নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৪, ০৭:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৪, ০৭:৫৬ পিএম
বর্ণিল আয়োজনের মাধ্যমে শেষ হলো নটর ডেম কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব। ২৫ জানুয়ারি থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত তিনদিনের আড়ম্বপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে দেশের ঐতিহ্যবাহী এ কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রথম দিনের আয়োজনটি ছিল মূলত নটর ডেম কলেজের সদ্য এইচএসসি পরীক্ষায় কৃতকার্য (২৩ ব্যাচ), দ্বাদশ শ্রেণি (২৪ ব্যাচ) ও একাদশ শ্রেণির (২৫ ব্যাচ) ছাত্রদের জন্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, বাংলাদেশের ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. আতিউর রহমান। দ্বিতীয় দিনটি ছিলো কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য। উৎসবে অংশগ্রহণের জন্য দ্বার খুলে দেওয়া হয় সকাল আটটায়। প্রাক্তন শিক্ষার্থীরা ধীরে ধীরে সারিবদ্ধভাবে জড়ো হতে থাকে তাদের প্রিয় প্রাঙ্গণে। এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষকবৃন্দও উপস্থিত হয়েছিলেন। পুরো নটর ডেম কলেজ পরিণত হয় শিক্ষক-ছাত্রের মিলনমেলাতে।
প্রধান অতিথি হিসেবে ড. মাকসুদ কামাল বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী, বিশিষ্ট আবৃত্তিশিল্পী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শব্দ-সৈনিক আশরাফুল আলম। তৃতীয় দিন শুরু হয় পবিত্র খ্রিষ্টযাগ, বিশেষ প্রার্থনা ও খ্রিষ্টপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে। এই খ্রিষ্টযাগে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফাদার-ব্রাদার-সিস্টার তথা মণ্ডলের সদস্যবৃন্দ ও খ্রিষ্টভক্তগণ। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এই আয়োজনটি বিশেষ প্রার্থনা, যিশুর বাণী-উচ্চারণ ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয়।
এ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিক্রস উপাসকমণ্ডলীর সুপিরিয়র জেনারেল ব্রাদার পল বেদনার্জিক, সিএসসি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান। এছাড়া পর্বতারোহী এম এ মুহিত তাঁর বক্তৃতায় নটর ডেম কলেজে তাঁর ছাত্রজীবনের উজ্জ্বল স্মৃতিখণ্ড ও পর্বতারোহরণের দুঃসাহসিক গল্প শোনান।
তিনটিদনের অনুষ্ঠানের সাধারণ ব্যাপার হিসেবে, দুপুর আড়াইটার পর মূল পর্ব শুরু হতো। এরপর জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলন করা হয়। এর পরে মঞ্চে পরিবেশিত হয় নৃত্য। আয়োজনের স্বাগত-বক্তৃতা প্রদান করতেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্তপিউস রোজারিও, সিএসসি।
তিনি তাঁর বক্তৃতায় উপস্থিত অতিথিবর্গকে ধন্যবাদ জানাতেন ও কৃতজ্ঞতা প্রকাশ করতেন। একই সঙ্গে নটর ডেম কলেজের বিভিন্ন কার্যক্রম ও তার উদ্দেশ্যকে তুলে ধরেন। এর পর অন্যান্য অতিথিরা বক্তব্য রাখতেন। অতিথিরা ক্যাম্পাস সময়ের স্মৃতিচারণ করতেন। শিক্ষার্থীদের বিভিন্নভাবে অনুপ্রাণিত করতেন।
আরএস