Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

কুবিতে তীব্র তাপপ্রবাহের কারণে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৪, ১০:১৩ এএম


কুবিতে তীব্র তাপপ্রবাহের কারণে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

তীব্র তাপপ্রবাহের কারণে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার রাত ৮টায় জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের (৮০তম) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের সাথে কথা বলে জানা যায়, চলমান পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মিডটার্ম সাধারণভাবে ২ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে কোনো বিভাগীয় প্রধান চাইলে পরীক্ষা এরমধ্যে নিতে পারবেন। রুটিন অনুযায়ী ক্লাস হবে অনলাইনে। এছাড়াও শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান থাকবে।

তারা আরও জানান, শিক্ষার্থীদের কথা বিবেচনায় সীমিত পরিসরে পরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এসব বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরীকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!