Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪,

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ কমিটির বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

মে ১৯, ২০২৪, ০৯:৫১ এএম


চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ কমিটির বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ কমিটি। শনিবার (১৮ মে) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা করা হয়।

সদ্য বিলুপ্ত হওয়া চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে লাগাতার অভিযোগ এনে চট্টগ্রাম কলেজের অন্যান্য ছাত্রলীগ নেতারা বিভিন্ন কর্মসূচি পালন করেন এবং তাদেরকে কলেজ ক্যাম্পাস থেকে বিতাড়িত করেন।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাংগঠনিক অনিয়ম এবং বিশৃঙ্খলার কারণে বিগত ১৭ সেপ্টেম্বর ২০১৮ সালে মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। ’

চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, চট্টগ্রাম কলেজে সাম্প্রতিককালে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

এছাড়া এই কমিটির মেয়াদও ছিল না। তাদের এমন কর্মকাণ্ডের কারণে সংগঠনের ইমেজ নষ্ট হচ্ছিল। সবকিছু বিবেচনা করে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখন নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে।

বিআরইউ

Link copied!