ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

জাবির মীর মশাররফ হোসেন হলের পুনর্মিলন: অব্যবস্থাপনার অভিযোগ

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৭:২৩ পিএম

জাবির মীর মশাররফ হোসেন হলের পুনর্মিলন: অব্যবস্থাপনার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের পুনর্মিলন-২০২৫ ‘লাল দুর্গের মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে। তবে পুনর্মিলন অনুষ্ঠানের শুরু থেকেই আয়োজকদের বিরুদ্ধে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।

শনিবার সকাল ৮টা থেকে মীর মশাররফ হোসেন হলে পুনর্মিলন অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং সভাপতিত্ব করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ ওঠে।

শিক্ষার্থীদের নির্ধারিত টি-শার্ট বিতরণ করা হলেও এর রঙ ও ডিজাইন নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এছাড়া, অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত ব্যানারে অতিথি শিক্ষকদের নামের আগে ‘অধ্যাপক’ উল্লেখ না থাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

সকালবেলায় সাবেক শিক্ষার্থীদের রিসেপশনের পর র‍্যালির মাধ্যমে পুনর্মিলনী আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে র‍্যালিতে কোনো ব্যানার ছিল না। ব্যান্ড পার্টির সঙ্গে শিক্ষার্থীদের বেশ উৎফুল্ল দেখা গেলেও সার্বিক আয়োজন নিয়ে অনেকের মধ্যেই অসন্তোষ ছিল।

তবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে খাবারের অব্যবস্থাপনা নিয়ে।

১১ শতাধিক শিক্ষার্থীর খাবার ব্যবস্থাপনায় আয়োজকরা হিমশিম খেয়েছেন। সময়মতো খাবার প্যাকেজিং করতে না পারায় শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। অনেকেই খাবার না পাওয়ায় আয়োজকদের বিরুদ্ধে স্লোগান ও ক্ষোভ প্রকাশ করেন।

পুনর্মিলন আয়োজনে নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা

পুনর্মিলন আয়োজনে কারা নেতৃত্ব দিয়েছেন, তা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের দাবি, ছাত্রদল নেতৃবৃন্দ এ আয়োজনে নেতৃত্ব দিয়েছেন। সমন্বয় করতেও কয়েকজন ছাত্রদল নেতাকে দেখা গেছে।

মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থী ফেরদৌস হোসেন বলেন, "পুনর্মিলন আয়োজনের শুরু থেকেই বিভিন্ন অব্যবস্থাপনা দেখা গেছে। টি-শার্টের রঙ ও ডিজাইন খুবই বাজে হয়েছে, শিক্ষার্থীদের মতামত না নিয়েই এটি তৈরি করা হয়েছে। খাবারের ক্ষেত্রেও চরম ভোগান্তি পোহাতে হয়েছে। দুপুর ১টা থেকে ৩টার মধ্যে খাবার দেওয়ার কথা থাকলেও তখনো খাবার প্যাকেজিং হয়নি। লাইন ব্রেক করেও খাবার দেওয়া হয়েছে। ৩টার মধ্যে খাবার শেষ হওয়ার কথা থাকলেও অব্যবস্থাপনার কারণে বিকেল ৫টার পর শেষ হয়েছে। আমরা আরও সুন্দর ও পরিকল্পিত আয়োজন আশা করেছিলাম।"

এরপর বিকাল ৫টা থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ও ক্যাম্পফায়ারের মাধ্যমে পুনর্মিলন অনুষ্ঠান শেষ হয়।

ইএইচ

Link copied!