Amar Sangbad
ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫,

রংপুরে মির্জা আব্বাস

ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে

রংপুর ব্যুরো

রংপুর ব্যুরো

মে ৪, ২০২৫, ০৮:১৯ পিএম


ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, "পানি কখনো মারণাস্ত্র হতে পারে না, যুদ্ধাস্ত্রও হতে পারে না। কিন্তু ভারত সেটিকেই মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে। কতটা অমানবিক হলে তারা এমনটা করতে পারে!"

শনিবার বিকালে রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন আয়োজিত গণপদযাত্রার পূর্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “আজকের এই গণপদযাত্রার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে, পানির অভাবে ভারত আমাদের কী পরিমাণ কষ্ট দিয়েছে। শুধু তিস্তা নয়, বাংলাদেশ ও ভারতের ৫৪টি অভিন্ন নদীর পানি ভারত বন্ধ করে রেখেছে। তিস্তা কেবল একটি উদাহরণ। তারা তিস্তা বন্ধ করেছে, ফারাক্কাও বন্ধ করেছে।”

তিনি আরও বলেন, “আমরা বহু আগেই পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারতাম, যদি শেখ হাসিনার মতো চাটুকার সরকার না থাকত। এই সরকার কোনোদিন পানি নিয়ে ভারতের সঙ্গে শক্ত অবস্থান নেয়নি। আমরা কারো কাছে চোখের পানি ফেলে কিছু চাইব না, ভিক্ষা বা বকশিশ চাই না। আমাদের হিসেবের পাওনা আমাদের দিতেই হবে—আজ না হোক, কাল; কাল না হোক, পরশু।”

বিএনপির এই নেতা বলেন, “আমাদেরও ভারতের কাছে অনেক দেনা-পাওনা রয়েছে। ভুলে গেলে চলবে না—আমাদের ট্রানজিট, মংলা ও চট্টগ্রাম বন্দর রয়েছে, যেগুলো ভারত ব্যবহার করছে। প্রয়োজনে আমরা সেসব হিসেবও নিকেশ করব। অভিন্ন নদীগুলোর পানির হিস্যা হিসেব অনুযায়ী আমাদের দিতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুল হাবিব দুলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সমাবেশ সঞ্চালনা করেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন।

এছাড়াও বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু।

গণপদযাত্রায় রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা পাড়ের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!