Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

সামসুর রহমান সোহেল, আমিরাত:

সামসুর রহমান সোহেল, আমিরাত:

মার্চ ১, ২০২৩, ০৩:২০ পিএম


আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

আমিরাতের রাজধানী আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কিছু সময়ের জন্য হলদে আভার ছোঁয়া পেলো মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ দূতাবাস আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসবের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এই হলদে আভার ছোঁয়া। সেখানে হলুদিয়া পাখির রূপে হলুদ রঙের পোষাকে মিলিত হন হাজারও প্রবাসী।

অনুষ্ঠানে স্থান পায় ১৮টি স্টল। স্টলগুলোতে দেশীয় পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন প্রবাসীরা।

অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব, দেশীয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।

তাছাড়া আয়োজনের মধ্যে অন্যতম ছিল দেশীয় খাবার ও হস্তশিল্প প্রদর্শনী, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা, শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা ও রেমিট্যান্স সংক্রান্ত বহুমুখী সেবা প্রদান। এতে সহযোগিতা করে বাংলাদেশ মহিলা সমিতি ও এসএসসি ২ এইচএসসি ৪ বাংলাদেশ  এবং স্থানীয় রাজনৈতিক,  সামাজিক সংগঠন।

দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, ‘করোনার কারণে গত ২ বছর এমন আয়োজন করা সম্ভব হয়নি। এবারের উৎসব প্রবাসীদের মনে শান্তি যোগাবে।

বিশেষকরে এ আয়োজন বিদেশিদের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির বার্তা পৌঁছে দিবে।’

যথাযথভাবে ভাবে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করায় এসএসসি ২ এইচএসসি ৪ এর সদস্যদের হাতে সম্মান সূচক সনদ তুলেদেন রাস্ট দূত।

অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে এসএসসি ২ এইচএসসি ৪ এর সদস্যদের দেয়া পুরস্কার তুলেদেন রাস্ট্রদূত আবু জাফর ও এসএসসি ২ এইচএসসি ৪ ব্যাচের সদস্যরা।

আরএস

Link copied!