Amar Sangbad
ঢাকা সোমবার, ০৪ মার্চ, ২০২৪,

মালয়েশিয়ায় ছাদ ধস

তিন বাংলাদেশী নিহতের ঘটনা তদন্ত শেষে ব্যবস্থা

আশরাফুল মামুন, মালয়েশিয়া থেকে

আশরাফুল মামুন, মালয়েশিয়া থেকে

নভেম্বর ৩০, ২০২৩, ১২:১৩ পিএম


তিন বাংলাদেশী নিহতের ঘটনা তদন্ত শেষে ব্যবস্থা

মালয়েশিয়ার পেনাং রাজ্যে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে তিন বাংলাদেশি নিহত এবং ২ জন আহতের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নির্মাণ প্রকল্পের কর্তৃপক্ষ তিতিজায়া ল্যান্ড বেরহাদ।  

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পেনাংয়ের বায়ান লেপাসে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে তিতিজায়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দাতুক লিম পোহ ইয়েট এ ঘোষণা দেন। 

এর আগে গত মঙ্গলবার দিনগত রাত পৌনে ১০টার দিকে ভবনের ছাদ ধসে পড়ার ঘটনা তদন্ত শুরু করে সংস্থাটি। এতে কারো গাফিলতি কিংবা অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

এআরএস

Link copied!