ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫
Amar Sangbad

উর্ফি জাবেদের নতুন খোলামেলা ভিডিও ভাইরাল!

বিনোদন ডেস্ক

অক্টোবর ২৫, ২০২২, ০৭:৪২ পিএম

উর্ফি জাবেদের নতুন খোলামেলা ভিডিও ভাইরাল!

উর্ফি জাবেদ। ভারতীয় একজন অভিনেত্রী। বিতর্ক তাঁর নিত্যদিনের সঙ্গী, তবে সেই সঙ্গীকে যে তিনি যে আপন করে নিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। বেশ কয়েকবার নানা উৎসবে খোলামেলা পোশাক পরে হাজির হয়েছেন উর্ফি।

প্রতিবারই কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। ফের দিওয়ালিতে পোশাকের কারণেই খবরের শিরোনামে উর্ফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন উর্ফি, তাঁর সেই ভিডিও কমেন্ট বক্স ভরে উঠেছে কুমন্তব্যে, সৌজন্যে তাঁর পোশাক।

টেবিলে সাজিয়েছেন প্রদীপ আর জমিয়ে খাচ্ছেন লাড্ডু। তবে উর্ফির পোশাক দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। আসলে শরীরের উর্ধ্বাংশে গায়ে নেই একটি সুতোও। পরনে শুধুমাত্র মেরুন ভেলভেটের একটি লেহেঙ্গা। এক হাত দিয়ে ঢেকেছেন স্তন তো অন্যহাতে লাড্ডু খেতে মত্ত অভিনেত্রী। আলোর উৎসবে উর্ফির এমন পোশাক ও আবেদনময় এমন খোলামেলার ভিডিও দেখে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে।

এক নেটিজেন লেখেন, ‘এই ভিডিও পোস্ট করছো কেন দিওয়ালির সময়!’  অন্য এক নেটিজেন লেখেন, ‘আমি ভেবেছিলাম দিওয়ালিতে আতসবাজির ড্রেস বানাবে’।  আরেক ব্যক্তির মত, ‘একে সবাই মিলে রিপোর্ট করা উচিত’।  অন্য এক ব্যক্তি লেখেন, ‘দিওয়ালিতে এরকম জামা কাপড় পরে কেন আমাদের সংস্কৃতি খারাপ করছ?’  অন্য এক নেটিজেনের বক্তব্য, ‘খুবই খারাপ করছো, কোনও লজ্জা নেই।’  এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, ‘ইদে এভাবে শুভেচ্ছা জানাতে পারবে না কারণ তোমার ধর্ম তোমায় শাস্তি দেবে তাহলে দিওয়ালিতে কেন এমন পোশাক পরেছ?’

মূলত পোশাকের জন্যই নিত্যদিন চর্চায় থাকেন উর্ফি জাভেদ। রোজই নিজের ডিজাইন করা নতুন পোশাকে দেখা যায় উর্ফিকে। এখনও পর্যন্ত এক পোশাক দ্বিতীয়দিন পুনরাবৃত্তি করতে দেখা যায়নি তাঁকে। তাঁকে ‍‍`ফ্যাশন আইকন‍‍` তকমা দিয়েছেন খোদ রণবীর সিং।

সম্প্রতি ফের চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন তিনি। দেখতে অবিকল ফুসফুসের মতো একটি নেকলেস গলায় ঝুলিয়ে স্তন ঢেকেছিলেন উর্ফি জাভেদ।

গেল বৃহস্পতিবার উর্ফিকে নিয়ে নতুন করে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়। উর্ফিকে দেখে এদিন সকলেই কমবেশি চমকে যান, ছবি তুলতে ঝলসে ওঠে পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ। তবে এই ঘটনা নতুন কিছু নয়। প্রতিদিনই জামাকাপড়ের জন্য খবরের শিরোনামে থাকেন উর্ফি।

তিনি জানিয়েছিলেন যে নিজের পোশাক তিনি নিজেই ডিজাইন করেন। কখনও পিন, কখনও কাগজ, কখনও নিজের ছবি কখনও আবার স্টিল উল দিয়েও পোশাক তৈরি করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে উর্ফি জাভেদ সনি টিভির বড় ভাইয়া কি দুলহানিয়া-তে অবনী চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত, তিনি স্টার প্লাস চ্যানেলের চন্দ্র নন্দিনীতে ছায়ার চরিত্রে অভিনয় করেন। তারপর, তিনি স্টার প্লাসেরই মেরি দুর্গা সিরিজে আরতির চরিত্রে অভিনয় করেন।

তিনি, ২০১৮ সালে সাব টিভির সাত ফেরো কি হেরা ফেরিতে কামিনী জোশীর চরিত্রে, কালারস টিভির বেপান্না সিরিজে বেলা কপুররের চরিত্রে, স্টার ভারতের জিজি মা সিরিজে পিয়ালীর চরিত্রে এবং অ্যান্ডটিভিতে দয়ানে নন্দিনীর চরিত্রে অভিনয় করেন।

তিনি, ২০২০ সালে ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়-তে শিবানী ভাটিয়ার চরিত্রে অভিনয় করেন। তিনি, তারপর কসৌটি জিন্দেগি কে-তে তানিশা চক্রবর্তীর চরিত্রে অভিনয় করেন।

এআই

 

Link copied!