Amar Sangbad
ঢাকা সোমবার, ০৪ মার্চ, ২০২৪,

শরিফুল রাজের বিপরীতে আর কাজ করবেন না মিম

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২২, ০২:১৪ এএম


শরিফুল রাজের বিপরীতে আর কাজ করবেন না মিম

‘পরাণ’ ও ‘দামাল’ ছবি দুটিতে জুটি বেঁধে অভিনয় করে সফলতার মুখ দেখেন শরিফুল রাজ-বিদ্যা সিনহা মিম। নির্মাতারাও আশায় বুক বাঁধা শুরু করেছিলেন তাদের নিয়ে। সেই ধারাবাহিকতায় গুঞ্জন চলছিল নতুন ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন তারা।

নির্মাতা রায়হান জুয়েলের পরবর্তী সিনেমা ‘পথে হলো দেখা’ ছবিতে দেখা হওয়ার সম্ভাবনা ছিল রাজ ও মিমের। তবে সেখানেই বিপত্তি ঘটালেন মিম। তিনি জানান, রাজের সঙ্গে আর কোনো কাজ করবেন না। ‘পথে হলো দেখা’ ছবিতে রাজের সঙ্গে কাজ করার কথা থাকলেও পরিচালককে না করে দিয়েছেন এই অভিনেত্রী।

মিম বলেন, ‘রাজের সঙ্গে পরপর দুটি ছবি ভালো গেছে আমার। রাজ খুব ভালো সহশিল্পী। জুয়েল ভাইয়ের পরিচালনায় এই ছবিতেও রাজের বিপরীতে কাজের কথা ছিল। কিন্তু এখন আর রাজের বিপরীতে কাজ করব না। এ কথা বলে দিয়েছি পরিচালককে।

গল্পের প্রয়োজনে ছবিতে রোমান্টিক দৃশ্য থাকতে পারে। এখন রাজের সঙ্গে এসব দৃশ্য করতে গেলে তাদের পরিবারে আবার অবিশ্বাস তৈরি হবে, ঝামেলা তৈরি হবে। তাতে আমার ও আমার পরিবারের জন্য মানসম্মান ক্ষুণ্ন হবে। সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি। আমি চাই রাজ ও পরীমণি ভালো থাকুক।’

তিনি আরও বলেন, ‘রাজের সঙ্গে দামাল ছবির প্রচার থেকে শুরু করে রাজের স্ত্রী পরীমণি ফেসবুকে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে যেসব ঘটনা ঘটিয়েছেন, তাতে রাজের সঙ্গে আর কাজ না করাই উত্তম। শুধু তা-ই নয়, আমার জন্মদিনেও ট্যাগ করে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। আমি অবাক হয়েছি। এতে করে বিয়ের পর আমার প্রথম জন্মদিনটাই ফ্যাকাসে হয়ে গেছে। এসব দেখে আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন।’
 

Link copied!