Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ ও ভেন্যু ফাঁস!

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৩:৪৫ পিএম


সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ ও ভেন্যু ফাঁস!

ভালোবাসার মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। শুরু থেকেই সম্পর্কের বিষয়ে গোপনীয়তা বজায় রাখলেও ফাঁস হয়ে গেল তাদের বিয়ের তারিখ ও ভেন্যু।

জানা গেছে, আগামী ৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধবেন সিদ্ধার্থ-কিয়ারা। ৪ ও ৫ তারিখ মেহেদি এবং সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিয়ের জন্য তারা বেছে নিয়েছেন রাজস্থানের বিখ্যাত নগর জয়সালমেরের ঐতিহাসিক সূর্যগড় প্রাসাদ। এই প্রাসাদটিকে ‘দ্য গেটওয়ে টু দ্য থর ডেজার্ট’ বলা হয়ে থাকে। এটিতে ৮৩টি রুম, দুটো বাগানসহ একটি বড় উঠান আছে।

শোনা যাচ্ছে, দুই তারকার বিয়েতে তাদের নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধবরা উপস্থিত থাকবেন।

এর আগে, চলতি সপ্তাহের প্রথমদিকে কিয়ারাকে ভারতের খ্যাতনামা ডিজাইনার মনিশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা যায়। তখনই কানাঘুষা শুরু হয়, বিয়ের লেহেঙ্গার ফিটিং করাতেই গিয়েছিলেন নায়িকা। অন্যদিকে, সিদ্ধার্থকে দিল্লিতে যেতে দেখা গেছে। তখনই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছিলেন অনুরাগীরা।

যদিও এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার তাদের বিয়ের গুঞ্জন শোনা গেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

এবি

Link copied!