Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

নিষিদ্ধ হয়নি প্রীতির ‘জন্ম ও যোনির ইতিহাস’; পাওয়া যাবে তিন অনলাইনে

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৬:৫৯ পিএম


নিষিদ্ধ হয়নি প্রীতির ‘জন্ম ও যোনির ইতিহাস’; পাওয়া যাবে তিন অনলাইনে

বইপ্রেমী পাঠকদের জন্য নতুন খবর পাওয়া গেল।সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়নি প্রীতির ‘জন্ম ও যোনির ইতিহাস’ নামক বইটি। এবারের ২০২৩ এর বইমেলায় দেশের মিডিয়া অঙ্গণের কিছু মানুষের গোপন তথ্যে ফাঁসের ঘটনা বইতে পাওয়া গেলে মেলায় নিষিদ্ধের কথা শোনা যায়। তবে ‘নালন্দা’ প্রকাশনীর পক্ষ থেকে শোনা গেল নতুন খবর। মেলায় এই প্রকাশনীর দায়িত্বে থাকা জাকির হোসেন আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আমার সংবাদকে এমন তথ্য নিশ্চিত করে বলেন, ‌‌‘আমাদের নালন্দা প্রকাশনীর ‘জন্ম ও যোনির ইতিহাস’ বইটি মেলায় না পাওয়া গেলেও ৩৮ বাংলাবাজারসহ প্রথমা, বাতিঘর ও অথবা ডট কম নামক তিন অনলাইনে পাওয়া যাবে ।

এর আগে জানা যায় প্রবাসী লেখিকা জান্নাতুন নাঈম প্রীতির আলোচিত বই ‘জন্ম ও যোনির ইতিহাস’ বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলা একাডেমি টাস্কফোর্স। বইমেলার নীতিমালা পরিপন্থী, ব্যক্তি আক্রমণ ও বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য থাকার অভিযোগে বইটির প্রদর্শন ও বিক্রি বন্ধ করা হয়েছে।

অন্যদিকে গেল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বইটির প্রকাশনা সংস্থা ‘নালন্দা’কে এ সিদ্ধান্ত জানায় বাংলা একাডেমি।

বাংলা একাডেমির ওই নির্দেশনার পর মেলার স্টল থেকে বইয়ের সব কপি নিয়ে গেছে প্রকাশনীর দায়িত্বপ্রাপ্তরা। এ তথ্য জানিয়েছেন বইমেলায় নালন্দা স্টলের দায়িত্বে থাকা জাকির হোসেন।

এছাড়াও নালন্দার কর্ণধার রেদোয়ানুল রহমান জুয়েল গণমাধ্যমকে বলেন, ‘বইটি নিয়ে সংবাদ পরিবেশনার পর থেকে মেলায় হট্টগোল বেধে যায়। এরপর মেলা কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগতভাবে একজন আরেকজনকে আক্রমণ করেছে। তাই বইটি তুলে নিতে। পরে আমরা মেলা থেকে বইটি সরিয়ে নিয়েছি।’

বাংলা একাডেমির টাস্কফোর্সের সভাপতি ও বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের সভাপতি অসীম কুমার দে গণমাধ্যমকে বলেন, ‘এই বইটিতে বইমেলার নীতিমালা পরিপন্থী নানা বিষয় রয়েছে। ব্যক্তি আক্রমণ ও বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য রয়েছে। এ কারণে আমরা চলমান অমর একুশে বইমেলা থেকে বইটির প্রদর্শন ও বিক্রি বন্ধের জন্য প্রকাশককে জানিয়েছি। প্রকাশক আমাদের এ সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন।’

Link copied!