Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪,

গভীর রাতে হিরো আলমের সংবাদ সম্মেলন, আত্মহত্যার হুমকি

বিনোদন প্রতিবেদকঃ

বিনোদন প্রতিবেদকঃ

মার্চ ২৮, ২০২৩, ০৬:৪৫ পিএম


গভীর রাতে হিরো আলমের সংবাদ সম্মেলন, আত্মহত্যার হুমকি

দেশে আঠারো কোটি লোক থাকতে আপনারা শুধু আমাকেই দেখতে পান। আমাকে নিয়েই কথা বলেন।’

রুচির দুর্ভিক্ষের কারণে সমাজে হিরো আলমের উত্থান বলে মন্তব্য করেছেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। এই মন্তব্যের বিপরীতে এই অভিনেতাকে উদ্দেশ্য করে হিরো আলম  এসব কথা বলেন। আলম বলেন ‘আমাকে তৈরি  করে দেখান। আর বার বার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে তাহলে হিরো আলমকে মেরে ফেলেন।’

হিরো আলম সম্পর্কে আগে খুব একটা জানতেন না বলে জানিয়েছেন মামুনুর রশীদ। নাট্যাঙ্গনের কয়েকজনের থেকে হিরো আলমের কর্মকাণ্ড সম্পর্ক অবহিত হোন। এরপর থেকেই হিরো আলমকে নিয়ে বিরক্ত ছিলেন বলে মন্তব্য করেছেন নাট্যজন মামুনুর রশীদ।

অভিনেতার এমন কথার রেশ ধরে হিরো আলম বলেন, ’আমি নিজ যোগ্যতায়, নিজে পরিশ্রম করে আজ আলম থেকে হিরো আলম। আমাকে নিয়ে যাদের রুচি হয় না, সেই রুচিবান লোকরা হিরো আলমকে তৈরি করেননি। এইজন্য রুচিবানরা বাংলাদেশ রুচি আনতে চাইলে হিরো আলমকে মেরে ফেলে দেন।’

মামুনুর রশীদের প্রতি আহ্বান জানিয়ে হিরো আলম বলেন, ‘মামুনুর রশিদ স্যার, আসুন আমাকে তৈরি করুন। আমাকে তৈরি করতে এলে বাংলাদেশের বড় বড় লোক যারা আছে তারা সবাই আপনাকে ধুয়ে দেবে।

যে মামুনুর রশিদের মত লোক হিরো আলমকে নিয়ে নাটক বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে, এমন হলে আমাকে তৈরি করবে কে? রুচির পরিবর্তন কোন জায়গা থেকে হবে?’

হিরো আলমের দাবি তাকে সুন্দরভাবে কেউ বাঁচতে দিচ্ছে না, ‘রাজনৈতিক জায়গা হোক, সিনেমার জায়গা হোক, সবখানে আমি শুধু টর্চারিংয়ের শিকার হচ্ছি। আমাকে মানুষ বাঁচতে দিচ্ছে না। 

সোহাগ/আরএস

Link copied!