Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

মূকাভিনয় উৎসবে কিশোরগঞ্জের জলছবি মাইম থিয়েটারের পরিবেশনা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৩, ০১:৫০ পিএম


মূকাভিনয় উৎসবে কিশোরগঞ্জের জলছবি মাইম থিয়েটারের পরিবেশনা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে হয়ে গেলো ‘গণজাগরনের মূকাভিনয় উৎসব’ শিরোনামে তিনদিন ব্যাপী মূকাভিনয় উৎসব।

গত ৩, ৪ ও ৫ অক্টোবর তিনদিনের উৎসবে সারাদেশের ২৮ টি মূকাভিনয় দলের শতাধিক মূকাভিনয় শিল্পী অংশ নেয়। উৎসবে সমাপনীর দিন (৫ অক্টোবর) কিশোরগঞ্জের জলছবি মাইম থিয়েটারের ‘ক্রাইসিস অব ইমোশন’ মূকাভিনয় মঞ্চায়ন হয়। মূকাভিনয়টির গল্প ও নির্দেশনায় ছিলেন জলছবি মাইম থিয়েটারের পরিচালক রিফাত ইসলাম। অভিনয়ে সুবর্ণ জান্নাত আনিকা ও রিফাত ইসলাম।

প্রযুক্তি আমাদের জীবনমানকে করেছে সহজ ও গতিময়। কিন্তু প্রযুক্তির অতি ব্যবহার আমাদেরকে দিনদিন আবেগহীন মানুষে পরিণত করছে। এমনই গল্প উঠে এসেছে ক্রাইসিস অব ইমোশনে।

উৎসব নিয়ে জানতে চাইলে রিফাত ইসলাম বলেন, মূকাভিনয় নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। মূভানিয়ের প্রচার ও প্রসারে এই ধরনের উৎসব ভূমিকা রাখবে। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা রাখি।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহমেদ। উৎসবে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এআরএস

Link copied!