Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আরও ৬৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৬, ২০২২, ০৯:১৮ পিএম


আরও ৬৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে ৬৭ জনই ঢাকার বাসিন্দা। সবমিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৫৪১ জন। এরমধ্যে ৪৪১ জন ঢাকার এবং বাকি ১০০ জন দেশের বিভিন্ন অঞ্চলের। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ১৮১ জন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ২৯০ জন এবং ঢাকার বাইরে ৮৯৫ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!