Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

রাজধানীতে বেসরকারি তিন ক্লিনিক বন্ধ ও একটি চালুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৬:৪১ পিএম


রাজধানীতে বেসরকারি তিন ক্লিনিক বন্ধ ও একটি চালুর নির্দেশ

রাজধানীতে লাইসেন্সবিহীন তিনটি বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও শর্তসাপেক্ষে একটি ক্লিনিক চালুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার ভারপ্রাপ্ত পরিচালক ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রচলিত আইন অনুসারে কোন প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স প্রাপ্ত না হলে কার্যক্রম চালু করার কোন সুযোগ নেই। এমতাবস্থায় ধানমন্ডির সর্বশ্রেষ্ঠ মেডিকেল সেন্টার, আলবুস্তান মেডিকেল সেন্টার ও তেজগাঁওয়ের মোহাম্মদী হেলথকেয়ার সিস্টেম প্রাইভেট লিমিটেডের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

অন্যথায় এই তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ভাটারার মোহাইমিদ মেডিকেল সেন্টারকে অতীতের ভুল পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতির ভিত্তিতে এবং পরিদর্শন কমিটির সুপারিশক্রমে পুনরায় কার্যক্রম চালু করার নির্দেশ প্রদান করা হয়েছে।

এআরএস

Link copied!