ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

ইউরোপে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা বাইডেনের

মো. মাসুম বিল্লাহ

জুন ৩০, ২০২২, ০৯:০৯ পিএম

ইউরোপে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা বাইডেনের

ন্যাটোর আওতায় ইউরোপে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মাদ্রিদে ন্যাটো সম্মেলন শুরুর আগে বুধবার ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সাথে বৈঠকে বাইডেন বলেন, অতীতের যেকোন সময়ের তুলনায় এখন ন্যাটোর প্রয়োজনীয়তা বেশি।

বাইডেনের মতে, প্রতিটি ভূখণ্ডে সবদিক থেকে হুমকি মোকাবেলায় ন্যাটোকে প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। এজন্য পোল্যান্ডে স্থায়ী সামরিক সদর দপ্তর স্থাপনের ঘোষণা দেন বাইডেন।

ন্যাটো সম্মেলনের আগে জোটের মহাসচিব স্টলটেনবার্গের সাথে বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি ইউরোপে সেনা মোতায়েনের পরিসর বাড়াতে যাচ্ছেন। স্থল, নৌ এবং আকাশ পথে ন্যাটোকে শক্তিশালী করতে সামরিক সক্ষমতা জোরদারের ঘোষণা দেন তিনি।

বাইডেন জানান, বর্তমানে ন্যাটোভুক্ত দেশগুলোতে এক লাখ সেনা ইউরোপের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে। এখন স্পেনে আমেরিকার নৌবহরে ডেস্ট্রয়ারের সংখ্যা বাড়িয়ে ছয়টি করার পাশাপাশি পূর্ব ইউরোপে আমেরিকার প্রথম সামরিক সদর দপ্তর স্থাপনের ঘোষণা দেন তিনি। সেই সাথে রোমানিয়ায় তিন হাজার যোদ্ধা ও অতিরিক্ত দুই হাজার সেনার বাড়তি একটি ব্রিগেড পালাক্রমে দায়িত্ব পালন করবে।

এছাড়া, জার্মানি এবং ইতালিতে আকাশপথে বাড়তি সুরক্ষাসহ সামরিক সক্ষমতা বাড়ানো ও ব্রিটেনে যুদ্ধ বিমানের দুটি স্কোয়াড্রন পাঠানো হবে। বাইডেন বলেন, মিত্রদের সাথে নিয়ে প্রতিটি ভূখণ্ডে সব দিক থেকে হুমকি মোকাবেলায় ন্যাটোকে প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। সূত্র: পার্সটুডে

Link copied!