ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫
Amar Sangbad

অপহৃত ৪ কূটনীতিকের ভাগ্য নির্ধারণে ইসরাইলকে চাপ দিন: ইরান

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৬, ২০২২, ০৮:৫২ পিএম

অপহৃত ৪ কূটনীতিকের ভাগ্য নির্ধারণে ইসরাইলকে চাপ দিন: ইরান
ছবি- পার্সটুডে

লেবানন থেকে অপহৃত ইসলামি প্রজাতন্ত্র ইরানের চার কূটনীতিকে ভাগ্য নির্ধারণ ও দোষীদের শাস্তির আওতায় আনতে জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

মঙ্গলবার (৬ জুলাই) চার কূটনীতিক অপহরণের ৪০ বছর পূর্তিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অপহৃত চার কূটনীতিকের ভাগ্য নির্ধারণের জন্য মন্ত্রণালয় আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। মন্ত্রণালয় ‌এক বিবৃতিতে জানায়, ইরান আশা করে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো ইহুদিবাদী ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করার জন্য সঠিক উপায়কে কাজে লাগাবে যাতে চার কূটনীতিকের ভাগ্য নির্ধারণ করা যায় এবং অপরাধীদের শাস্তির আওতায় আনা যায়।

৪০ বছর আগে লেবানন থেকে অপহৃত ইরানের চার কূটনীতিবিদ এখনও ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক রয়েছেন। ইরানি এ চার কূটনীতিকের মুক্তির জন্য তেল আবিবের ওপর চাপ প্রয়োগ করতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়ে আসছে তেহরান। 

অপহৃত কূটনীতিবিদরা হলেন- আহমাদ মোতেওয়াসসেলিয়ান, সাইয়্যেদ মোহসেন মুসাভি, তাকি রাস্তেগার মোকাদ্দাম এবং কাজেম আখাওয়ান। লেবাননের উত্তরাঞ্চলে বারবারা চেকপয়েন্ট থেকে ১৯৮২ সালের ৫ জুলাই এ চার কূটনীতিবিদকে অপহরণ করা হয়েছিল। 

ইহুদিবাদী ইসরাইলের তাবেদার একটি বাহিনী তাদেরকে অপহরণ করেছিলো। সামির জা’জা ও ইলি হাবিকা ছিল ওই তাবেদার খ্রিস্টান ফ্যালাঞ্জিস্ট বাহিনীর সে সময়কার প্রধান।  ইরান বলে আসছে নানা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এটা সন্দেহাতীত যে, অপহরণের পর কূটনীতিবিদদের ইহুদিবাদী ইসরাইলের কাছে তুলে দেয়া হয় এবং বর্তমানে তারা ইসরাইলি কারাগারে আটক রয়েছেন।

ইলি হাবিকা বলেছে, ইসরাইলই এটা চেয়েছিল যে অপহৃত ওই চার ইরানি কূটনীতিককে যেন ইসরাইলে পাঠানো হয়। সামির জাজাও ১৯৯৭ সালে এক সাক্ষাৎকারে বলেছিল ইরানের ওই চার কূটনীতিক ইসরাইলের হাতে বন্দি হয়ে আছেন। অবশ্য ইসরাইল বলছে, ফ্যালাঞ্জিস্ট গেরিলারা ওই চার ইরানিকে অপহরনের পরপরই হত্যা করে এবং তাদের দাফনও করে। লেবাননের হিজবুল্লাহর প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ মনে করেন ইসরাইল শত্রুতার কারণেই কখনও এ বিষয়ে সত্য কথা বলবে না। তিনি বলেছেন, ইসরাইল অতীতেও তাদের কারাগারে অনেক মুসলিম ও আরব বন্দি থাকার কথা অস্বীকার করেছিল, কিন্তু পরে দেখা গেছে যে তারা ইসরাইলি কারাগারেই বন্দি ছিলেন।  

অপহরণের ওই ঘটনার সময় মার্কিন মদদপুষ্ট ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবানন দখল করে রেখেছিল। ইরানি চার কূটনীতিবিদের অপহরণের মতো সন্ত্রাসী ঘটনার জন্য ইহুদিবাদী ইসরাইল ও তাদের মদদদাতারা আইনগত ও রাজনৈতিকভাবে দায়ী। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!