Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৩, ২০২২, ১০:২৩ এএম


দেশ ছেড়ে মালদ্বীপে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে

অর্থনৈতিক সংকটের জেরে ব্যাপক বিক্ষোভের মুখে সামরিক বিমানে করে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গোতাবায়া রাজাপাকসের দেশত্যাগের মধ্যদিয়ে শ্রীলঙ্কায় একটি পারিবারিক রাজবংশের অবসান ঘটলো। কয়েক দশক ধরে শ্রীলঙ্কা নিয়ন্ত্রণে রাজাপাকসে পরিবার।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুলাই) মধ্যরাতে তিনি দেশ ত্যাগ করেন। জানা গেছে, ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান রাত ৩টার দিকে। 

শ্রীলঙ্কার এক কর্মকর্তা এএফপি-কে জানিয়েছেন, আন্তোনভ-৩২ বিমানে প্রেসিডেন্ট তার স্ত্রী ও এক দেহরক্ষীকে নিয়ে দেশ ছেড়েছেন।

এর আগে ১৩ জুলাই পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন রাজাপাকসে।

গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে তিনি পালিয়ে অন্যত্র চলে যান গোতাবায়া। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন।

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের জন্য রাজাপাকসে পরিবারকে দায়ী করছে বিক্ষোভকারীরা। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর এমন সংকট দেখেননি, বলছেন তারা।সূত্র: বিবিসি

এবি

Link copied!