Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪,

টুইটারের দৈনিক লোকসান ৪০ লাখ ডলার; বেশি কাজ করার নির্দেশ

আমার সংবাদ ধর্ম ডেস্ক

নভেম্বর ১৭, ২০২২, ০৯:০৪ পিএম


টুইটারের দৈনিক লোকসান ৪০ লাখ ডলার; বেশি কাজ করার নির্দেশ

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নতুন মালিক ইলন মাস্ক প্রতিষ্ঠানের কর্মীদেরকে দীর্ঘ সময় ধরে কাজ করার নির্দেশ দিয়েছেন। না হলে প্রতিষ্ঠান ছেড়ে দিতে বলেছেন তিনি।

ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে বলা হয়, কর্মকর্তাদের পাঠানো এক ই-মেইলে টুইটারের কর্মীদের মাস্ক বলেন, টিকে থাকতে চাইলে কর্মীদের এভাবে কাজ করতে রাজি হতে হবে।

মাস্ক আরও বলেন,  বৃহস্পতিবারের (১৭ নভেম্বর) মধ্যে যারা এতে সই করবেন না, তাদের তিন মাসের বেতন দিয়ে ছুটি দেওয়া হবে। শুধু ব্যতিক্রমী কাজ দেখাতে পারলেই প্রতিষ্ঠানে টিকে থাকা যাবে। নতুন টুইটারের অংশ হতে চাইলে কর্মীদের আজ বৃহস্পতিবার ৫টার মধ্যে একটি লিংকে ক্লিক করতে বলা হয়েছে।

টুইটারের মালিক বলেন, ‘আপনি যে সিদ্ধান্তই নিন না কেন টুইটারকে সফল করতে প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ।’ বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি মালিকানা নেওয়ার পর এর মধ্যেই টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন।

মাস্ক আরও বলেছেন, টুইটারে দিনে ৪০ লাখ ডলার লোকসান গুনছে। তাই ছাঁটাই ছাড়া প্রতিষ্ঠানের অন্য কোনো উপায় নেই। মাস্ক কেনার পর এরিমধ্যে টুইটারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!