Amar Sangbad
ঢাকা সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০

নাবলুস শহরে ইহুদিবাদীদের আগ্রাসনে আরো দুই ফিলিস্তিনি শহীদ

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৪, ২০২২, ০৯:৩০ পিএম


নাবলুস শহরে ইহুদিবাদীদের আগ্রাসনে আরো দুই ফিলিস্তিনি শহীদ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে বর্বর ইহুদিবাদীদের হামলায় আহত আরো দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এর মধ্যে একজন বুধবার (২৩ নভেম্বর) নাবলুস শহরে ইসরাইলি সেনাদের আগ্রাসনে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। অন্যজন গত জুলাই মাসে ইসরাইলি সেনাদের হামলায় আহত হয়েছিলেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর অবস্থায় এই দুই ফিলিস্তিনি হাসপাতালে ভর্তি হলেও শেষ পর্যন্ত তাদের মৃত্যু হলো। ফিলিস্তিনি হাসপাতাল সূত্র জানিয়েছে, শহীদ দুই ফিলিস্তিনি হলেন ২২ বছর বয়সী মোহাম্মদ হিশাম মোহাম্মদ আবু কিশ্ক এবং ৩০ বছর বয়সী মোহাম্মদ আহমদ হাসান হারজুল্লাহ। এর মধ্যে আবু কিশ্ক তলপেটে গুলি বিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন।
আর হারজুল্লাহ আহত হয়েছিলেন গত জুলাই মাসে। সে সময়ও বর্বর ইহুদিবাদী সেনারা নাবলুস শহরে আগ্রাসন চালিয়েছিল।

এ নিয়ে চলতি বছর ২০২ জন ফিলিস্তিনি শহীদ হলেন। এর মধ্যে ৫৭ জন কিশোর রয়েছে। জাতিসংঘ বলছে ২০০৫ সালের পর এটিই ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!