Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৩, ০৯:৫৬ এএম


ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ায়। ৬.১ মাত্রার এই ভূমিকম্পে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) ভোর ৪ টায় দেশটির সুমাত্রা দ্বীপের উপকূলে ভূমিকম্প আঘাত হানে।

জানা যায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের তীব্রতা অনেক বেশি হলেও এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর মেলেনি। সুনামির সতর্কতাও এখনও অবধি জারি করা হয়নি বলেই জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনের তথ্যমতে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আকেহ প্রদেশের সিংকিল শহর থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ৪৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.০ ছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে দেশটির পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে অন্তত ৩৩১ জন নিহত হয়েছিলেন।

টিএইচ

Link copied!