Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪,

মোজাম্বিকে নৌকা ডুবে প্রাণ গেল ৯০ জনের

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৮, ২০২৪, ১১:০৪ এএম


মোজাম্বিকে নৌকা ডুবে প্রাণ গেল ৯০ জনের

আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে একটি নৌকা ডুবে ৯০ জনেরও বেশি মানুষ মারা গেছে। প্রাণঘাতি কলেরা থেকে বাঁচতে তারা উত্তর মোজাম্বিকের নামপুলা প্রদেশ ত্যাগ করার চেষ্টা করে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর মোজাম্বিকের নামপুলা প্রদেশে কলেরা থেকে বাঁচতে নিহতরা অন্য কোথাও পালিয়ে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলেও জানান তিনি।


নামপুলা প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে ১৩০ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে পাঁচজনকে উদ্ধার করা গেছে।

তিনি আরও জানান, অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকাটি ডুবে যায়।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায় একটি সৈকতে বেশ কজনের মরদেহ পড়ে আছে। তবে ওই ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরমধ্যে নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য,সরকারি তথ্য অনুযায়ী বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশটিতে অক্টোবর থেকে মারা গেছে প্রায় ১৫ হাজার পানিবাহিত রোগে ৩২ জন।

বিআরইউ

Link copied!