মে ১৫, ২০২৫, ০৩:৪৬ পিএম
সম্প্রতি কাতার সফরে ইরান নিয়ে বেশকিছু মন্তব্য করে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতি উত্তরে ইরানও ছেড়ে কথা বললো না। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানালেন, ট্রাম্পের কোনো হুমকির কাছে মাথা নত করবে না ইরান।
বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তিন দিনের উপসাগরীয় সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সমালোচনা করলে তার জবাবেই এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন পেজেশকিয়ান।
বুধবার (১৪ মে) রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারিত বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের জন্য শহীদ হওয়া বিছানায় মৃত্যুর চেয়ে অনেক মধুর। আমরা কোনও হুমকির কাছে মাথা নত করব না।
এর আগে, মঙ্গলবার রিয়াদে জিসিসি শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের সাথে চুক্তি করতে হলে আগে দেশটিকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। রক্তাক্ত প্রক্সি যুদ্ধ বন্ধ করতে হবে। স্থায়ীভাবে বন্ধ করতে হবে পারমাণবিক অস্ত্র বানানো।
ট্রাম্প আরও বলেন, যদি ইরান এই শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
এরইমধ্যে ওয়াশিংটন এবং তেহরান ওমানের মধ্যস্থতায় পারমাণবিক কর্মসূচি নিয়ে চারটি বৈঠক করেছে। যদিও এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি দেশ দুটি।
বিআরইউ