Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সিলেটে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

মে ১৮, ২০২২, ০৩:৪১ পিএম


সিলেটে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

সিলেটে সাদিকুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা এলাকার বাসিন্দা সৈয়দা রাকা বেগম, আলী হোসেন ও রেজওয়ান আহমদ ওরফে রেদওয়ান। 

এছাড়া যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে খালিকুজ্জামান ওরফে লায়েককে। সৈয়দা রাকা বেগম ও খালিকুজ্জামান পলাতক আছেন।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নওশাদ আহমদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৮ অক্টোবর সিলেট নগরের কালীবাড়ি এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন সাদিকুর রহমান ও সৈয়দা রাকা বেগম। পরবর্তী সময়ে সাদিকুর রহমান অন্যত্র বিয়ের প্রস্তুতি নিলে ঘুমের ওষুধ খাইয়ে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়। 

এ ঘটনায় নিহত সাদিকুর রহমানের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

আমারসংবাদ/এআই

Link copied!