Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪,

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আগামীকাল

আদালত প্রতিবেদক

আদালত প্রতিবেদক

জুন ২৩, ২০২৪, ০৯:৪৩ পিএম


খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আগামীকাল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের উদ্যোগে আগামীকাল ২৪ জুন সোমবার বাদ জোহর সুপ্রিমকোর্ট বার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সাংবাদিকদের এ তথ্য জানান।

দোয়া মাহফিলে সবার একান্ত উপস্থিতি কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, হৃদরোগের সমস্যাসহ নানা শারীরিক রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। হার্টে ব্লকও ধরা পড়ায় সেখানে আগেই একটা রিং লাগানো ছিল। সব কিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার হার্টে পেসমেকার বসানো হয়েছে।

ইএইচ

Link copied!