আদালত প্রতিবেদক
আগস্ট ১৪, ২০২৫, ০২:২১ পিএম
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় হাইকোর্ট দায়ীদের তালিকা দাখিল করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, সাত দিনের মধ্যে লুট হওয়া সব পাথর আগের অবস্থানে পুনঃস্থাপন করতে হবে।
বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এদিকে, লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার জন্য দায়ের করা আরেকটি রিটের শুনানি আগামী রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হবে।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এ দিন ধার্য করেছেন। রিটের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী।
রিটে বলা হয়েছে, দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এছাড়া, সাদা পাথর লুটের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তার ব্যাখ্যা দিতে হাইকোর্টকে রুল জারি করার আবেদন করা হয়েছে।
ইএইচ