Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

হাসপাতালের বিছানার যে কারণে চাদর সাদা থাকে

সাহিদুল ইসলাম ভূঁইয়া

জুন ১, ২০২২, ০৬:৪৬ পিএম


হাসপাতালের বিছানার যে কারণে চাদর সাদা থাকে

হাসপাতাল বা ক্লিনিকে সব সময় বিছানা কিংবা চাদরের রঙ থাকে সাদা।এমনকি দেয়ালের রঙ পর্যন্ত সাদা থাকে। অনেকেই অবাক হন যে এত কাপড় থাকতে সাদা কাপড়ই কেন ব্যবহার করা হয়।  কেন সেটা জানেন কি?

*সাদা চাদরে সামান্য ময়লা লাগলেও দ্রুত বোঝা যায়। ফলে চাদর পরিচ্ছন্ন রাখতে সুবিধা হয়।

*চারদিকে সাদা থাকলে রোগীর মানসিক স্বাস্থ্য ভালো থাকে বলে মনে করা হয়। কারণ সাদা স্নিগ্ধতা ও শান্তির প্রতীক।

*রোগীর শরীর থেকে রক্তক্ষরণ বা অন্য কোনও তরল নিঃসৃত হলে তা যেন তৎক্ষণাৎ চোখে পড়ে, এজন্য সাদা চাদর বিছানো হয় বিছানায়।

*হাসপাতালের দেয়ালের রঙ সাদা থাকে। কারণ সাদা রঙ আলোর প্রতিফলন ঘটায়। এতে এক ধরনের ইতিবাচক শক্তি থাকে ঘরজুড়ে

আমারসংবাদ/আরএইচ

Link copied!