ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
Amar Sangbad

গলায় লিচুর বিচি আটকে গেলে যা করবেন

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুন ৫, ২০২৫, ০৩:১২ পিএম

গলায় লিচুর বিচি আটকে গেলে যা করবেন

গ্রীষ্মকালীন ফলের মধ্যে অন্যতম হলো লিচু। তবে এ সময় লিচুর বিচি গলায় আটকে অনেক দুর্ঘটনার শিকার হয় শিশুরা। কিন্তু অনেকেই জানে না গলায় লিচুর বিচি আটকে গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া জরুরি। 

লিচুর বিচি গলায় আটকে গেলে যা করা দরকার-

যা দেখে বুঝবেন জরুরি অবস্থা:

১. শ্বাস নিতে পারছেন না

২. কথা বলতে পারছেন না

৩. কাশি দিতে পারেছেন না

৪. মুখ নীলচে হয়ে যাওয়া।
 
তাহলে তাৎক্ষণিকভাবে হেইমলিচ ম্যানুভার প্রয়োগ করুন (প্রশিক্ষিত কেউ থাকলে), অথবা দ্রুত নিকটস্থ হাসপাতালে যান। আংশিকভাবে আটকে গেলে (শ্বাস নিতে পারছেন, কাশি দিতে পারছেন): এই অবস্থায় নিজে কিছু পদক্ষেপ নেয়া যেতে পারে।
 
১. কাশি দিন– জোরে জোরে কাশলে অনেক সময় আটকে থাকা বস্তুটি বের হয়ে আসে।

২. গলা নিচে ঝুঁকিয়ে পানি খান–ঠান্ডা বা গরম না, সাধারণ তাপমাত্রার পানি আস্তে আস্তে খান। কিন্তু জোর করে গিলে ফেলবেন না।

৩. ভাতের নলা/কলা খাওয়া–গলায় আটকে থাকলে নরম কিছু খাওয়ার মাধ্যমে বীজ নিচে নামতে পারে, তবে এটি কেবল তখনই করবেন যদি শ্বাস নিতেই পারেন।

কখন ডাক্তার দেখানো জরুরি:
 
১. গলার ব্যথা বা অস্বস্তি দীর্ঘস্থায়ী হয়

২. কিছুক্ষণ পরেও বীজ বের না হয় বা গিলতে সমস্যা হয়

৩. মনে হয় বীজ এখনও আটকে আছে

যা করা উচিত নয়—

১. আঙুল ঢুকিয়ে গলা খোঁচাবেন না, এতে বীজ আরও নিচে চলে যেতে পারে।

২. শক্ত কিছু গিলে ফেলবেন না, সমস্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, শিশুদের ক্ষেত্রে গলায় কিছু আটকে গেলে তা জীবনঘাতী হতে পারে, তাই দেরি না করে চিকিৎসা সহায়তা নিন।

বিআরইউ

Link copied!