Amar Sangbad
ঢাকা বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪,

কবি সিকান্দার আবু জাফর স্মরণে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৯, ২০২৩, ০৩:১৪ পিএম


কবি সিকান্দার আবু জাফর স্মরণে আলোচনা সভা

প্রখ্যাত কবি ও সম্পাদক সিকান্দার আবু জাফর স্মরণে আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মার্চ) বেলা ১২টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ স্মরণ সভার আয়োজন করে বাংলা একাডেমি। 

সভায় বক্তারা বলেন, তিনি কবি হিসেবে যেমন অনন্য ছিলেন, তেমনি পত্রিকার সম্পাদক হিসেবেও ছিলেন অতুলনীয়। 

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, সিকান্দার আবু জাফর ছিলন স্বপ্নবান কবি ও সম্পাদক। তিনি কবিতার মতো বিশুদ্ধ এক বাংলাদশ প্রত্যাশা করেছেন এবং সমৃদ্ধ এক  বাংলাদশ গড়ে তোলায় আমৃত্যু লড়াই করেছেন।

কবি নাসির আহমদ বলেন, সিকান্দার আবু জাফর কবি হিসেবে যেমন অনন্য, তেমনি সমকাল পত্রিকার সম্পাদক হিসেবে তাঁর ভূমিকা ঐতিহাসিক। সাহিত্যে তাঁর কবিতা সৃষ্টি নিয়েই আলোচনা হয় বেশি। যদিও উপন্যাস, গান, নাটক ইত্যাদি নানা ক্ষেত্রে তিনি সাফল্যের স্বাক্ষর রেখে গেছেন।

রাজীব কুমার সরকার বলেন, সিকান্দার আবু জাফরকে স্মরণের মধ্যদিয়ে আমরা আমাদের সাহিত্যিক ও সাংস্কৃতিক ইতিহাসকে স্মরণ করে সামনের দিক এগিয় যেতে পারবো।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলন, সিকান্দার আবু জাফর বাংলাদশর ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের আত্মপরিচয় বিধিত আছে তাঁর কবিতায়। সম্পাদক হিসেবে তিনি আমাদের সাহিত্যরুচি নির্মাণে অসাধারণ অবদান রেখেছেন।

বাংলা একাডমির কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন, বাংলা একাডমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। একক বক্তৃতা প্রদান করেন কবি নাসির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার প্রমুখ।

এআরএস

Link copied!