Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪,

মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী আজ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৩, ০৫:২০ পিএম


মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী আজ

কালজ্বয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর।

ঊনবিংশ শতাব্দির সর্বশ্রেষ্ট মুসলিম সাহিত্যিক “বিষাদ সিন্ধু’র” অমর লেখক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলা শহরের তিন মাইল পূর্বে গড়াই ব্রীজের নিকটস্থ লাহিনীপাড়া গ্রামে ভূ-সম্পত্তির অধিকারী এক ধর্নাঢ্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মীর মোয়াজ্জ্বেম হোসেন এবং মাতার নাম দৌলতন নেছা।

তিনি ১৯১১ সালের ১৯ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যু বরন করেন। পদমদীতে তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষার্থে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়। তবে সেই স্মৃতি কেন্দ্র যার জন্য আজ আলোকিত তাকে শুধু দিবসেই মনে রেখেছে সবাই।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, মীর মশাররফ হোসেন কমপ্লেক্সের অবকাঠামো বেশ ভালো রয়েছে তবে এখানে আরও বিভিন্ন উদ্যোগ নিয়ে পর্যটকদের আকৃষ্ট করা প্রয়োজন। প্রতি বছরই এখানে মীর জন্মবার্ষিকী পালন হয় তবে এবার বাংলা একাডেমি থেকে তেমন কোন উদ্যোগ গ্রহণের চিঠিও পাইনি।

এইচআর
 

Link copied!