Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

বিজয়নগরে পিঠা উৎসব পালিত

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৫:৩৩ পিএম


বিজয়নগরে পিঠা উৎসব পালিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলে বিজয়নগর নাগরিক ফোরামের উদ্যোগে শনিবার (৪ফেব্রুয়ারি) পিঠা উৎসবের আয়োজন করা হয়।

সকাল থেকে বিকাল পর্যন্ত চলা উৎসবে বিভিন্ন স্কুল ও সামাজিক সংগঠন আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নিজেদের স্টলে নানারকম পিঠা প্রদর্শন করেন। 

উৎসবে ডালপা রংধনু বিদ্যানিকেতন, আলোর সিঁড়ি সেবা সংগঠন, বিজয়নগর পাইলট হাইস্কুল, প্রশান্তি সমাজকল্যাণ যুব সংঘ, অবিনাশ শিশু একাডেমী, সৌরভ, বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল, ফোকাস আইডিয়াল একাডেমীসহ বেশ কিছু স্টল ছিল। পিঠা উৎসবের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল।  

'হিম হিম শীতের বাতাস, উষ্ণতা ছড়ায় পিঠা পুলির সুবাস' প্রতিপাদ্যে পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মো. আব্দুর রশিদ খানের সভাপতিত্বে এবং কামরুল হাসান শান্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন মো. শাহ্ আলম। 

প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা পারিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার এএইচ ইরফান উদ্দিন আহমেদ। 

এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ সস্ত্রীক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিত্রী রানী, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য  রুমানুল ফেরদৌসি রুমা, জেলা পরিষদ সদস্য বাবুল আক্তার, বিজয়নগর উপজেলা আ. লীগ সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) বিমল কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস মিয়া, উপজেলা ছাত্রলীগের  আহ্বায়ক হৃদয়, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক-অভিভাবক উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ স্টল ঘুরে ঘুরে পিঠা দেখেন এবং অনুষ্ঠান উপভোগ করেন। 

ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় দলীয় ও একক নৃত্য, দেশাত্মবোধক গান, আবৃত্তি, অভিনয় প্রদর্শিত হয়। 

পিঠা উৎসবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল, ডালপা রংধনু বিদ্যানিকেতন, বিজয়নগর পাইলট হাইস্কুল। পরে বিজয়ীদেন মাঝে পুরস্কার প্রদান করা হয়। অতিথিবৃন্দ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এমন অনুষ্ঠান বার বার হবার কথা বলেন।

কেএস 

Link copied!