Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

বঙ্গবন্ধুর সমাধিতে তথ্য কমিশনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৫:২৭ পিএম


বঙ্গবন্ধুর সমাধিতে তথ্য কমিশনের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্য কমিশন বাংলাদেশ এর প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারগণ।
পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও
মোনাজাত করা হয়। পরে তাঁরা সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এআরএস

Link copied!