সোনারগা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫, ০২:২৭ পিএম
নারায়ণগঞ্জের সোনারগায়ে নিউ হোপ এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের আয়োজনে আগামী দিনে ডিলারশিপদের ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা ও আলোচনা এবং মতবিমিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার পৌর এলাকায় রয়েল রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির নির্বাহী পরিচালক মিস্টার ইউলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অঞ্চলের নিউ হোপ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিস্টার হে কোয়াইণসুই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির জলজ খাদ্য বিক্রয় পরিচালক মিস্টার অ্যাম্ডি পেং কোম্পানির এইচ আর এডমিন মিস্টার সু হংচুয়ান, নিউ হোপের ম্যানেজার আজহারুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও উপজেলার ডিলারগন সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ।
পরে মুন্সিগঞ্জ গজারিয়ার বাউসিয়ায় অবস্থিত নিউ হোপের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনায় বক্তব্য প্রদান করেন বক্তারা।
জেএইচআর