Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

আফিফা নাজনীন আশা’র ‘স্বাধীনতাহীন নারী’ কবিতা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

মে ৪, ২০২৪, ১০:২৮ এএম


আফিফা নাজনীন আশা’র ‘স্বাধীনতাহীন নারী’ কবিতা

স্বাধীনতাহীন নারী

আফিফা নাজনীন আশা

এই ঠিকানা আমার নয়, 
আমার সঠিক কোনো ঠিকানা নাই।
স্বাধীনতা নামক কোনো কিছু নাই;
আছে শুধু একটাই-
বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাই।

আমাদের নিজস্ব কোনো মনোবল নেই,
মুখ আছে কিন্তু বলার অধিকার নেই;
ছোট থেকেই মায়ের শাসন,
১৮+ হলেই বিয়ের আসন।
থাকতে পারি না বাপের বাড়ি বেশিক্ষণ;
শ্বশুরবাড়ি গিয়ে শুনতে হয় ভাষণ।

আমাদের শরীর নাকি লোভজনক!
কিছু মানুষরূপী হায়েনাদের ভয়ে রাস্তায়
বের হতে পারিনা
নজর কখন পড়ে তাদের।

প্রশ্ন করো বিবেককে তুমিও সৃষ্টি এক নারী থেকে;
আমিও চাই খোলা আকাশের নিচে দাঁড়াতে;
চাই পাখিদের সাথে কথা বলতে।
থাকতে চাই না বন্দী হয়ে রান্নাঘর নামক ঘরটিতে।

আমিও চাই এ বাংলা যেন 
ধর্ষক মুক্ত রয়।
মা তোমার নারী জাতি 
ধর্ষক কোনো বোঝে না
নারী তাদের খাবার না,
নারীরাই তাদের আপন
কোনো এক নারী থেকেই
তাদের আগমন।

 

শিক্ষার্থী:
আফিফা নাজনীন আশা
লোকপ্রশাসন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

বিআরইউ

Link copied!